তাফহীমুল কুরআন সার্চ, শব্দার্থ, তিলাওয়াত, কপি, সেভ
500M + oyuncunun güvendiği Android Oyun Platformu, BlueStacks ile PC'de oynayın.
Sayfa Değiştirilme tarihi: 4 Ocak 2020
Play তাফহীমুল কুরআন সার্চ, শব্দার্থ, তিলাওয়াত, কপি, সেভ on PC
আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন।
আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মু’মিনিনা ওয়াল মু’মিনাতি ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
(আরবী কীবোর্ড : এই এ্যাপের বিল্ট ইন আরবী কীবোর্ড অন করার জন্য : Settings > Language and Input > Virtual Keyboard > Manage keyboard > TafheemulQuranKeyboard - এখানে গিয়ে আরবী কীবোর্ডটি অন করে দিয়ে আসুন। এবার এই এ্যাপের কুরআন সার্চ বিভাগে আরবী সার্চ ওপেন করুন, সেখানে একটি কীবোর্ড বাটন আছে, ক্লিক করে আরবী কি বোর্ড ওপেন করে আরবী লিখে আলকুরআনের আরবী আয়াত সার্চ করতে পারবেন। সার্চ রেজাল্টের যে কোন আরবী আয়াতের উপর ক্লিক করলেই আয়াতটির অনুবাদ ও তাফসীর পাবেন ইনশাআল্লাহ।)
1. আরবী ও বাংলা শব্দ দিয়ে আলকুরআন সার্চ।
2. আল কুরআনে ব্যবহৃত প্রতিটি আয়াতের প্রতিটি আরবী শব্দের বাংলা শব্দার্থ। যে কোন শব্দার্থের আরবী শব্দের উপর ক্লিক করলে সেই শব্দটি আলকুরআনে সার্চ হয়ে সংশ্লিষ্ট আয়াতগুলো সামনে নিয়ে আসবে ইনশাআল্লাহ।
3. তাফহীমুল কুরআনের টিকাসমূহের রেফারেন্সে ক্লিক করলেই সংশ্লিষ্ট টিকাটি বা আয়াতটিও পেয়ে যাবেন।
4. সকল মানচিত্র ।
5. সকল সুরার ভূমিকা এবং তাফহীমুল কুরআনের ভূমিকা ও প্রসঙ্গ কথা। খতমে নবুওয়াত সংক্রান্ত সুরা আহযাবের ৭৭ নং টিকা পুর্ণাঙ্গ দেওয়া হয়েছে।
6. যেখানে পড়ছিলেন বিভাগে আরবী, অনুবাদ, তাফসীর অধ্যয়নের জন্য আলাদা আলাদা সর্বশেষ পাঠকৃত স্থান সংরক্ষণ।
7. আরবী, ফ্রান্স, চাইনিজ, ফার্সি ভাষা সহ প্রায় ২৪ জন ক্বারীর কুরআন তিলাওয়াত। প্রতিটি আয়াতের সাথে প্লে বাটন দেওয়া আছে। শুদ্ধ উচ্চারণ ও মুখস্থ করার জন্য রিপিটিং মোড যুক্ত করা হয়েছে। এছাড়াও তিলাওয়াত শুনার জন্য আলাদা ”তিলাওয়াত” বিভাগ রয়েছে, এখানে যে পর্যন্ত তিলাওয়াত শুনবেন তা অটোমেটিক সেভ হয়ে থাকবে। পরবর্তীতে “তিলাওয়াত” বিভাগ ওপেন করলে ঠিক সেই স্থান থেকে শুনতে পারবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ডেও তিলাওয়াত শুনতে পারবেন এবং তিলাওয়াত শুনাকালীন সময়ে অটোব্যাকগ্রাউন্ড সেভ এর মাধ্যমে আপনার মোবাইলে তিলাওয়াত সেভ হওয়ার ব্যবস্থা আছে। ফলে প্রথমবার তিলাওয়াত শুনতে নেট কানেকশন লাগবে কিন্তু পরবর্তীতে তিলাওয়াত শুনতে আর নেট কানেকশন লাগবে না।
8. আরবী ও বাংলা মিলিয়ে প্রায় ১০ টি ফন্ট দেওয়া হয়েছে। এবং ফন্ট কালার, ফন্ট স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, ফুল স্ক্রীন, উইন্ডো মোড, নাইট মোড ইত্যাদি চেঞ্জ করতে পারবেন।
9. যারা আরবী লিখতে জানেন না তাদের জন্য আরবী সার্চ সাজেশনে পুরো আল কুরআনের প্রতিটি শব্দ দেওয়া হয়েছে, সেখান থেকে আলকুরআন সার্চ করতে পারবেন।
10. হরকত বিহীন বা রঙিন হরকতে কুরআন অধ্যয়নের মজা পাবেন।
11. ইসলামী প্রশ্ন পাঠাবার সুযোগ, প্রশ্ন পাঠানোর সাথে সাথে তা এই এ্যাপে লাইভ হয়ে যাবে।
12. আপনার ব্যাক্তিগত নোট সেভ করে রাখার সুবিধা
13. তাফহীমুল কুরআনে যেসব বাইবেল বা তালমুদ অথবা দুর্লভ বইয়ের রেফারেন্স দেওয়া হয়েছে সেই সব রেফারেন্সে ক্লিক করলেই সংশ্লিষ্ট বিষয়টি আপনার সামনে এসে যাবে ইনশাআল্লাহ।
14. ইসলামী সাহিত্যের বিরাট সংকলন ডাউনলোড।
15. বিষয় অভিধান ।
16. Contact : 01879115953
ইমাম মওদূদী র. লিখিত তাফহীমুল কুরআন আধুনিক তাফসীর সাহিত্যে এক অমূল্য সংযোজন। পবিত্র কুরআনকে মানবজীবনের এক পূর্ণাঙ্গ বিধানরূপে উপস্থাপন করা এবং এরই ভিত্তিতে জীবনের তাবৎ সমস্যাবলীর সমাধান নির্দেশ করার ক্ষেত্রে এই তাফসীরটি প্রায় জুড়িহীন। তাই উর্দু ভাষায় লিখিত এই তাফসীরটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে পৃথিবীর অগনিত মানুষের জ্ঞান পিপাসা নিবৃত্ত করতে সক্ষম হয়েছে।
১৩৬১ হিজরীর মহররম মাসে (ফেব্রয়ারী ১৯৪২) মওদূদী তাঁর এই বিশ্ব বিখ্যাত তাফসীরটি লেখার কাজ শুরু করেন। দীর্ঘ তিরিশ বছর সাধনার পর ১৯৭২ সালে ছয় খণ্ডে প্রায় চার হাজার পৃষ্ঠা সম্বলিত এ গ্রন্থটির কাজ তিনি সমাপ্ত করেন।
লেখা শুরুর পর থেকেই তাফহীমুল কুরআন বিভিন্ন মাধ্যমে প্রকাশ হয়ে আসছে। আধুনিক জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে ডিজিটাল প্রকাশনা তথা ওয়েব সাইট ও কম্পিউটার এপ্লিকেশান হিসেবে এই গুরুত্বপূর্ণ তাফসীর আগেই প্রকাশ করা হয়েছে। সর্বশেষ আল্লাহর অশেষ মেহেরবানীতে এন্ড্রয়েড চালিত পিসি, ট্যাবলয়েড ও মোবাইলে পড়ার জন্য এই এপ্লিকেশানের কাজ সমাপ্ত হয়েছে। পাঠকবৃন্দ এপ্লিকেশানটি থেকে উপকৃত হলেই আমাদের কষ্ট সার্থক হবে।
আল্লাহ যেন আমাদের এই ছোট কাজকে জান্নাত লাভের উসিলা হিসেবে কবুল করেন।
Tag: Tafheem, Tafhim, Tafheemul, Tafhimul, Quran, Bangla, Tafsir, Tafseer, তাফহীম, তাফহিম, তাফহিমুল, তাফহীমুল, কুরআন, কোরআন, বাংলা, তাফসীর, তাফসির, ইসলামী প্রশ্ন, ইসলামী জীবন জিজ্ঞাসা, ইসলামী প্রশ্নোত্তর, বাংলা কুরআন, শব্দার্থে কুরআন, আল কুরআনের শব্দার্থ, word meaning of Alquran, Arabic to bangla word meaning. আল কুরআন, কুরআন
তাফহীমুল কুরআন সার্চ, শব্দার্থ, তিলাওয়াত, কপি, সেভ oyununu PC'de oyna. Başlamak çok kolay.
-
BlueStacks'i PC'nize İndirin ve Yükleyin
-
Play Store'a erişmek için Google girişi yapın ya da daha sonraya bırakın.
-
Sağ üst köşeye তাফহীমুল কুরআন সার্চ, শব্দার্থ, তিলাওয়াত, কপি, সেভ yazarak arayın.
-
তাফহীমুল কুরআন সার্চ, শব্দার্থ, তিলাওয়াত, কপি, সেভ uygulamasını arama sonuçlarından indirmek için tıklayın.
-
(iEğer Adım 2'yi atladıysanız) তাফহীমুল কুরআন সার্চ, শব্দার্থ, তিলাওয়াত, কপি, সেভ uygulamasını yüklemek için Google'a giriş yapın.
-
Oynatmaya başlatmak için ekrandaki তাফহীমুল কুরআন সার্চ, শব্দার্থ, তিলাওয়াত, কপি, সেভ ikonuna tıklayın.