অর্থপূর্ণ নামায (সালাত) শব্দসহ

অর্থপূর্ণ নামায (সালাত) শব্দসহ

ไลฟ์สไตล์ | Greentech Apps Foundation

เล่นบน PC ผ่าน BlueStacks - Android Gaming Platform ที่ได้รับความไว้วางใจจากเกมเมอร์ 500 ล้านคนทั่วโลก

Page Modified on: 19 มีนาคม 2562

Play অর্থপূর্ণ নামায (সালাত) শব্দসহ on PC

নামাযে (সলাতে) আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলছেন তা কি জানেন??
অর্থপূর্ণ নামায (সলাত) এমন একটি অ্যাাপ যার দ্বারা আপনি নামাযের পঠিত সূরা, তসবিহ, দোআ ইত্যাদির অর্থ (প্রতিটি শব্দের অর্থ সহ) শিখতে পারবেন। আর এর দ্বারা আপনি আল্লাহর সামনে দাড়িয়ে কি বলছেন তা বুঝতে পারবেন এবং সলাতে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ।

:::::এতে আছে::::::

১। সলাতে(নামাযে) পঠিত সূরা, তাসবিহ, দোআর অর্থ

২। সূরা ফাতিহাহ এবং শেষ ১৩ সূরা

৩। শব্দে শব্দে অনুবাদ, গভীর শাব্দিক এনালাইসিস ও তাফসির আহসানুল বায়ান

৪। সলাতের ওয়াক্ত, ওয়াক্ত নোটিফিকেশান এবং কিবলা

৫। Pinch zoom করে মন মত ফন্ট সাইজ পরিবর্তন করে নিন

৬। ছবি ও লেখা শেয়ার করার সুবিধা

৭। কোন অ্যাড নেই!

৮। নামাযের সময়সূচী দেখার জন্য উইজেট সুবিধা

আল্লাহ কুরআনে বলেনঃ
“এবং আমার স্মরণার্থে নামায কায়েম কর” (২০:১৪),
“নিশ্চিতভাবে সফল মু’মিনরা, যারা নিজেদের নামাযে বিনয়াবনত”(২৩:১-২),
“...এবং নামায কায়েম কর। নিশ্চয় নামায অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখে, এবং আল্লাহকে স্মরণ করাই সর্বশ্রেষ্ঠ কাজ...” (২৯:৪৫)

উপরের তিনটি আয়াত পড়ে আমরা বুঝতে পারছি যে নামায আমাদের আল্লাহকে স্মরণ করাবে, বিনয়াবনত করবে এবং অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখবে। কিন্তু বাস্তব চিত্র কি? আমরা নামাযে দাড়িয়ে ব্যবসা-বাণিজ্য, চাকরি, কৃষি-ক্ষেত, পরিবারের সমস্যা, দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে থাকি। আমরা মহাপরাক্রমশালী, মহাসম্মানিত, অতীব মর্যাদাবান আল্লাহর সামনে কতটুকু বিনয়াবনত? লক্ষ কোটি মুসলিম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায আদায় করার পরপরেই তারা ইসলামের চোখে অশ্লীলতা ও অন্যায়ে লিপ্ত হচ্ছে (যেমন সুদ খাওয়া, মিথ্যা বলা,গালা-গালি করা, গীবত করা প্রমুখ)। এসব কেন হচ্ছে??

কারণ আমরা জানিনা নামাযে দাঁড়িয়ে, কুরআন তিলাওয়াতে, সিজদাতে, রুকুতে ও বৈঠকে বসে আমরা কি পড়ি।

এমতাবস্থায় নামায কেবল একটা প্রথা যা আমরা না বুঝে বলে যাচ্ছি। এই কি শিক্ষিত জাতির নমুনা? নামাযে কি পড়ছেন তা আজ জানা জরুরী।


"কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সোওয়াবের কোন কমতি হবে না।" [সহিহ মুসলিমঃ ২৬৭৮]

আপনার অত্মীয়-সজন, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন
আল্লাহ আমাদেরকে ইহকাল এবং পরকালে কল্যাণ দান করুন
ফেসবুকঃ https://www.facebook.com/greentech0

Get to know Prayer times in bangla and the meanings of what you say in prayer(namaz, salat, salah)

เล่น অর্থপূর্ণ নামায (সালাত) শব্দসহ บน PC ได้ง่ายกว่า

  • ดาวน์โหลดและติดตั้ง BlueStacks บน PC ของคุณ

  • ลงชื่อเข้าใช้แอคเคาท์ Google เพื่อเข้าสู่ Play Store หรือทำในภายหลัง

  • ค้นหา অর্থপূর্ণ নামায (সালাত) শব্দসহ ในช่องค้นหาด้านขวาบนของโปรแกรม

  • คลิกเพื่อติดตั้ง অর্থপূর্ণ নামায (সালাত) শব্দসহ จากผลการค้นหา

  • ลงชื่อเข้าใช้บัญชี Google Account (หากยังไม่ได้ทำในขั้นที่ 2) เพื่อติดตั้ง অর্থপূর্ণ নামায (সালাত) শব্দসহ

  • คลิกที่ไอคอน অর্থপূর্ণ নামায (সালাত) শব্দসহ ในหน้าจอเพื่อเริ่มเล่น

ดูวิดีโอ