このページには広告が含まれます
জাতকের গল্প

জাতকের গল্প

Educational | SAMIR PATRA

BlueStacksを使ってPCでプレイ - 5憶以上のユーザーが愛用している高機能Androidゲーミングプラットフォーム

ページ更新日: 2020年8月9日

Play জাতকের গল্প on PC

জাতক হলো ভগবান বুদ্ধের অতীত বহু জন্মের কথা ও কাহিনী। বৌদ্ধদের মতে কেবলমাত্র এক জন্মের কর্মফলে কেউ সম্যকবুদ্ধ হতে পারেন না। ভগবান বুদ্ধ কোটিকল্পকাল ধরে বোধিসত্ত্বরূপে পশু, পাখি, মানুষ, দেবতা প্রভৃতি হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। এই সকল জন্মে দান, মৈত্রী, অহিংসা, পরোপকারিতা প্রভৃতি অনুষ্ঠানের দ্বারা তিনি নিজের চরিত্রের উৎকর্ষ সাধন করেন। বারবার জন্মগ্রহণ করে নিজেকে পরিশুদ্ধ করে অবশেষে ‘বুদ্ধ’ বা ‘জ্ঞানী’ হন। ভগবান বুদ্ধের এই পূর্ববর্তী জন্মসমূহকে ‘বোধিসত্ত্ব-জন্ম’ বলা হয়। বৌদ্ধরা এই অবস্থাকে অভিসম্বুদ্ধ অবস্থা বলে। এই অবস্থায় বুদ্ধ জাতিস্মরতা লাভ করে তাঁর অতীত সব জন্মের কথা স্মরণ করতে পারতেন। পরে এই সব কথা শিষ্যদের শুনিয়ে তাদের ধর্মোপদেশ দান করতেন এবং তাদের চরিত্রের উৎকর্ষ সাধন করতেন।

জাতকের গল্পগুলি প্রাচীন ভারতের অমূল্য সম্পদ। আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে রচিত জাতকের গল্পগুলি যেমন মনোগ্রাহী তেমনি শিক্ষনীয়। এছাড়া জাতকের গল্পগুলি সমসাময়িক যুগ ও সমাজের পটভূমিকায় রচিত হওয়ায় গল্পগুলি থেকে তৎকালীন সময় ও সমাজের এক সুপষ্ট প্রতিচ্ছবি পাওয়া যায়।

জাতকের গল্পসমূহ এমনই জনপ্রিয়তা অর্জন করেছিল যে, তা আমাদের প্রাচীন গল্পকাহিনী যেমন- বৃহৎকথা, কথাসরিৎসাগর, হিতোপদেশ প্রভৃতিতে এর সুস্পষ্ট প্রভাব লক্ষ করা যায়। শুধু সংস্কৃত সাহিত্যে নয় আরব্য-রজনীর গল্পে, গ্রিক সাহিত্যে, ঈশপের গল্পে, ডেমোক্রিটাসের কুকুর ও প্রতিবিম্ব, প্লেটোর সিংহচর্মাচ্ছাদিত গর্দভ প্রভৃতি গল্পে এবং শেক্সপিয়ারের ‘মার্চেন্ট অব ভেনিস’-নাটকেও জাতকের প্রভাব লক্ষ করা যায়।

বিষয়ের মাধুর্য্য ও সহজ-সরল রচনাশৈলীর কারণে জাতকের গল্পগুলি আজও সমান জনপ্রিয়। জাতকের গল্প অ্যাপটিতে সেই চিরদিনের গল্পগুলিকে সহজ সরল ভাষায় নতুন করে পরিবেশন করার চেষ্টা করা হয়েছে। পাঠক-পাঠিকাদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব।
Version: 1.0
এই সংস্করণে যে গল্পগুলি আছে-
• ধ্রুবসত্য জাতক
• বালুকাপথ জাতক
• সেরিবান জাতক
• চুল্লশ্রেষ্ঠী জাতক
• দেবধর্ম জাতক
• কাষ্ঠহারি জাতক
• মখাদেব জাতক
• সুখবিহারি জাতক
• লক্ষ্মণ জাতক
• ন্যগ্রোধমৃগ জাতক
• কণ্ডিনমৃগ জাতক
• বাতমৃগ জাতক
• মৃগমায়া জাতক
• মারুত জাতক
• মৃতকভক্ত জাতক
• নলপান জাতক
• কুরঙ্গমৃগ জাতক
• কুক্কুর জাতক
• অশ্ব জাতক
• তীর্থ জাতক
• মহিলামুখ জাতক
• পৌনপুনিক জাতক
• নন্দিবিলাস জাতক
• কৃষ্ণ জাতক
• মুনিক জাতক
• কুলায়ক জাতক
• নৃত্য জাতক
• শকুনি জাতক-১
• মৎস্য জাতক
• শকুনি জাতক-২
• তিতির জাতক
• বক জাতক
• নন্দ জাতক
• অঙ্গার জাতক
• মিত্রবিন্দক জাতক
• কপোত জাতক
• বেণুক জাতক
• মশক জাতক
• রোহিণী জাতক
• জলে আগুন জাতক
• সুবর্ণহংস জাতক
• বভ্রু জাতক
• গোধা জাতক
• কাক জাতক
• বিরোচন জাতক
• লাঙ্গুল জাতক
• রাধা জাতক
• পুষ্পরক্ত জাতক
• একপর্ণ জাতক
• সঞ্জীব জাতক
• রাজ-উপদেশ জাতক
• শূকর জাতক
• শৃগাল জাতক
• সুপর্ণ জাতক
• যক্ষ জাতক
• অলীনচিত্ত জাতক
• গুণ জাতক
• সুহনু জাতক
• ময়ূর জাতক
• বিনীলক জাতক
• ইন্দ্রসমানগোত্র জাতক
• সুসীম জাতক
• নকুল জাতক
• উপসাঢ় জাতক
• দেবকন্যা জাতক
• বর্তক জাতক
• বধির জাতক
• সিংহ-শৃগাল জাতক
• দুষ্ট বানর জাতক
• বানরতপস্বী জাতক
• কলাইমুষ্ঠি জাতক
• তিন্দুক জাতক

জাতকের গল্পをPCでプレイ

  • BlueStacksをダウンロードしてPCにインストールします。

  • GoogleにサインインしてGoogle Play ストアにアクセスします。(こちらの操作は後で行っても問題ありません)

  • 右上の検索バーにজাতকের গল্পを入力して検索します。

  • クリックして検索結果からজাতকের গল্পをインストールします。

  • Googleサインインを完了してজাতকের গল্পをインストールします。※手順2を飛ばしていた場合

  • ホーム画面にてজাতকের গল্পのアイコンをクリックしてアプリを起動します。

動画の視聴