২৫ জন নবী-রাসূলদের জীবনী ~ নবিদের কাহিনী

২৫ জন নবী-রাসূলদের জীবনী ~ নবিদের কাহিনী

หนังสือและข้อมูลอ้างอิง | Royal Bengal Apps

เล่นบน PC ผ่าน BlueStacks - Android Gaming Platform ที่ได้รับความไว้วางใจจากเกมเมอร์ 500 ล้านคนทั่วโลก

Page Modified on: 18 มิถุนายน 2562

Play ২৫ জন নবী-রাসূলদের জীবনী ~ নবিদের কাহিনী on PC

আসসালামু আলাইকুম।

নবীদের জীবনী/Nobider jiboni নিয়ে আপনাদের জন্যে আমাদের এইবারের আয়োজন নবীদের কাহিনী/nobider kahini অ্যাপসটি ।এই রাসুল দের জীবনী rasulder jiboni নিয়ে বাংলা অ্যাপ টি মূলত ডঃ মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব রচিত "নবীদের কাহিনী Nobider Kahini" বইয়ের কাহিনীসমূহ সংযোজন করা হয়েছে।

নবী রাসুল দের জীবনী জানা আবশ্যক । আম্বিয়াদের বা নবীদের জীবনী জানা গুরুত্বপুর্ণ কয়েকটি কারণে । আম্বিয়াদের কাহিনী কুর আনে বর্ণিত করেছেন আল্লাহ তায়ালা যেন মানুষ তাদের জীবনী সম্পর্কে জানে এবং চিন্তা গবেষণা করে। আর আম্বিয়াদের জীবনী বা নবীদের জীবন কাহিনী জানা আল্লাহর আদেশ। আর আল্লাহ তায়ালার যেকোন আদেশ মানা ইবাদত । সুতরাং নবিদের কাহিনি বা নবীদের জীবনী সম্পর্কে জানা এক প্রকার ইবাদত। এবং রাসুল (সাঃ) কে আল্লাহ এই আদেশ দিয়েছেন। তাই রাসুল (সাঃ) এর উম্মত হিসেবে আমাদের জন্যে ও একটি এক প্রকার আদেশ।

কুর আনে আল্লাহ তায়ালা ২৫ জন নবীর জীবনী/25 jon nobir jiboni বর্ণনা করেছেন এই জন্যে যেন আমরা তাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। নবিদের ঘটনা গুলো অনুধাবন করতে পারি। এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালিত করতেই পারি। ছোট বেলা থেকে আমরা কাউকে না কাউকে অনুকরণ করে থাকি। আর বড় হতে হতে আমরা আমরা যেকোন বিশেষ কিছু ব্যাক্তিকে আমাদের অনুকরণের আদর্শ হিসেবে গ্রহন করে নেই। নবী রাসুলদের জীবনী জানা না থাকলে আমরা ভুল মানুষকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করব।

আবার আমরা যদি কারো সম্পর্কে না জানি তাহলে তাদের কে সত্যিকার ভাবে ভালোবাসতে পারবো নাহ । আমরা সকলেই দাবী করি আমরা আল্লাহর আম্বিয়াদের ভালোবাসি । অথচ আমরা তাদের জীবনী জানি নাহ। তাই আমরা যদি নবীদের সত্যিকার অর্থে ভালোবাসতে চাই তাদের ( নবীদের জীবন কাহিনী) জানা আবশ্যক।পবিত্র কুরআনে মাত্র ২৫ জন নবীর নাম এসেছে। তন্মধ্যে একত্রে ১৭ জন নবীর নাম এসেছে সূরা আন‘আম ৮৩ হ’তে ৮৬ আয়াতে। সূরা আন‘আম এর আয়াত সমূহ নিন্মরূপঃ-

এটি ছিল আমার যুক্তি, যা আমি ইব্রাহীমকে তাঁর সম্প্র?দায় ের বিপক্ষে প্রদান করেছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি। আপনার পালনকর্তা প্রজ্ঞাময়, মহাজ্ঞানী [ সুরা আন’য়াম ৬:৮৩ ]
আমি তাঁকে দান করেছি ইসহাক এবং এয়াকুব। প্রত্যেককেই আমি পথ প্রদর্শন করেছি এবং পূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করেছি-তাঁর সন্তানদের মধ্যে দাউদ, সোলায়মান, আইউব, ইউসুফ, মূসা ও হারুনকে। এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। [ সুরা আন’য়াম ৬:৮৪ ]
আর ও যাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকে। তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল। [ সুরা আন’য়াম ৬:৮৫ ]
এবং ইসরাঈল, ইয়াসা, ইউনূস, লূতকে প্রত্যেককেই আমি সারা বিশ্বের উপর গৌরবাম্বিত করেছি। [ সুরা আন’য়াম ৬:৮৬ ]
বাকী নাম সমূহ এসেছে কুরআনের বিভিন্ন স্থানে ।আমাদের অ্যাপসে আমরা 25 nobir jiboni /২৫জন নবির জীবনী একসাথে রেখেছি।নবীদের জীবনী ও শিক্ষা রয়েছে একসাথে এই অ্যাপসটিতে।nobijir jiboni bangla পাচ্ছেন এই অ্যাপসটিতে।


যেসব নবীদের জীবন কাহিনী রয়েছে তা হল :

---হযরত মুহাম্মদ (সাঃ)
---হযরত আদম (আঃ)
---হযরত নূহ (আঃ)
---হযরত শো` আয়েব (আঃ)
---হযরত মূসা ও হারূণ (আঃ)
---হযরত ইউনুস (আঃ)
---হযরত ইয়াকূব (আঃ)
---হযরত ইউসুফ (আঃ)
---হযরত আইয়ূব (আঃ)
---হযরত সুলায়মান (আঃ)
---হযরত ইদরীস (আঃ)
---হযরত হূদ (আঃ)
---হযরত লূত্ব (আঃ)
---হযরত ইসমাঈল (আঃ)
---হযরত ইসহাক্ব (আঃ)
---হযরত যুল-কিফল (আঃ)
---হযরত ছালেহ (আঃ)
---হযরত ইবরাহীম (আঃ)
---হযরত ইলিয়াস (আঃ)
---হযরত আল-ইয়াসা' (আঃ)
---হযরত দাঊদ (আঃ)
---হযরত যাকারিয়া ও ইয়াহ্ইয়া (আঃ)
---হযরত ঈসা (আঃ)
---হযরত মুহম্মদ (সাঃ)

เล่น ২৫ জন নবী-রাসূলদের জীবনী ~ নবিদের কাহিনী บน PC ได้ง่ายกว่า

  • ดาวน์โหลดและติดตั้ง BlueStacks บน PC ของคุณ

  • ลงชื่อเข้าใช้แอคเคาท์ Google เพื่อเข้าสู่ Play Store หรือทำในภายหลัง

  • ค้นหา ২৫ জন নবী-রাসূলদের জীবনী ~ নবিদের কাহিনী ในช่องค้นหาด้านขวาบนของโปรแกรม

  • คลิกเพื่อติดตั้ง ২৫ জন নবী-রাসূলদের জীবনী ~ নবিদের কাহিনী จากผลการค้นหา

  • ลงชื่อเข้าใช้บัญชี Google Account (หากยังไม่ได้ทำในขั้นที่ 2) เพื่อติดตั้ง ২৫ জন নবী-রাসূলদের জীবনী ~ নবিদের কাহিনী

  • คลิกที่ไอคอน ২৫ জন নবী-রাসূলদের জীবনী ~ নবিদের কাহিনী ในหน้าจอเพื่อเริ่มเล่น

ดูวิดีโอ