বুখারী শরীফ সম্পূর্ন খন্ড ~ Sahih bukhari sharif

বুখারী শরীফ সম্পূর্ন খন্ড ~ Sahih bukhari sharif

Kitaplar ve Referans | Royal Bengal Apps

500M + oyuncunun güvendiği Android Oyun Platformu, BlueStacks ile PC'de oynayın.

Sayfa Değiştirilme tarihi: 8 Temmuz 2019

Play বুখারী শরীফ সম্পূর্ন খন্ড ~ Sahih bukhari sharif on PC

বুখারী শরীফ (bukhari sharif bangla) নিয়ে আমাদের এইবারে আয়োজন বুখারী শরীফ সম্পূর্ণ খন্ড। বুখারী শরীফ ২১৭ হিজরী সালে ইমাম বুখারী (রঃ) এর সংকলনের কাজ শুরু করেন এবং দীর্ঘ ১৬ বছর পর ২৩৩ হিজরী সনে বুখারি শরীফ সম্পূর্ন খন্ডরচিত হয় । আল্লাহ তালার অশেষ রহমতের দ্বারা আজ সহীহ বুখারি শরীফ বাংলায় সম্পূর্ন খন্ড প্রকাশ করার সুযোগ হয়েছে। আমার সহীহ বুখারী শরীফ অ্যাপটিতে ৭০৫৩ টি সহিহ বুখারি শরীফের বাংলা হাদিস রয়েছে। বাংলায় হাদীস পড়ার জন্য সহীহ বুখারী শরীফ হচ্ছে সবার উর্ধ্বে।

হাদীসের কিতাবের মধ্যে বুখারী মুসলিম (bukhari muslim) এই দুইটি হাদীসের গ্রন্থ খুবই উল্লেখযোগ্য।বুখারী শরীফ সবখন্ড সম্পূর্ণ অ্যাপটিতে আপনারা মোট ৬ টি খন্ড একসাথে পাবেন। বাংলা বোখারী শরীফ সবখন্ড অ্যাপটি প্রত্যেক মুসলিম ভাই বোনদের মোবাইলে থাকা প্রয়োজন। পবিত্র মাহে রমজান মাসে আমাদের সকলের ই আরবী বাংলা বুখারী শরীফ চর্চা করা প্রয়োজন। বাংলা হাদিসের (Hadith bangla) ক্ষেত্রে এবং সহিহ হাদিস (sohi hadis bangla) এর জন্যে বুখারী শরীফ হাদিস এর বইটির ব্যাপারে কারো কোন দ্বিমত নেই । সব ধরনের মানুষের কাছে এই বইটি একটি গ্রহনযোগ্য হাদিসের কিতাব/ হাদিসের বই/ ইসলামিক বই।

বুখারী শরীফের পূর্ণ নাম ‘আল জামিউল মুসনাদুস সহীহুল মুখতাসারু মিন উমূরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহী ওয়া আইয়্যামিহী’। সকল মুহাদ্দিসের সর্বসম্মত সিদ্ধান্ত হল, সমস্ত হাদীস গ্রন্থের মধ্যে বুখারী শরীফের মর্জাদা সবার ঊর্ধ্বে এবং কুর’আন মাজীদের পরেই সর্বাপেক্ষা বিশুদ্ধ গ্রন্থ।ইমাম বুখারী (রহঃ) তাঁর স্বীয় কিতাবের শিরোনাম সমূহ রাসুলে করিম (সা) এর রওজা এবং মসজিদে নববির মধ্যস্থলে বসে লিখেছিলেন এবং প্রত্যেক শিরোনামের জন্য দুরাকায়াত নফ্ল নামাজ আদায় করেছেন। ইমাম বুখারীর প্রায় ৬ লাখ হাদীস মুখস্থ ছিল। বুখারী শরীফের পুরো নাম হলোঃ আল-জামি আল-সাহীহ আল-মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহ ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। বুখারি শরীফ প্রণয়ের স্থানঃ আবুল ফজল মোহাম্মদ বিন তাহেরের বর্ণনা মতে, ইমাম বুখারী (রহঃ) তাঁর গ্রন্থখানি বুখারাতে বসে রচনার কাজ শেষ করেছেন। আবার কারো মতে মক্কা মুয়াজ্জামায় আবার কারো মতে বসরাতে। তবে ওল্লেখিত সকল বর্ণনা নির্ভুল। কেননা তিনি ওল্লেখিত সকল নগরীতে অবস্থান করেছেন। স্বয়ং ইমাম বুখারী (রহঃ) বলেছেন, আমি আমার সহিহ বুখারি সঙ্গে নিয়ে বসরা শহরে ৫ বছর অবস্থান করেছি এবং আমার কিতাব প্রণয়ের কাজ শেষ করি। আর প্রতি বছরই হজ্ব পালন করি এবং মক্কা হতে বসরাতে ফিরে আসি।তিনি ৬ লাখ হাদিস হতে যাচাই বাছাই করে সর্বসাকুলে ১৬ বছর নিরলস সাধনা করে এ প্রসিধ্য গ্রন্থখানি প্রণয়ন করেন।

বিখ্যাত হাদীসের কিতাব ছয়টিঃ-
১) বুখারী শরীফ
২) মুসলিম শরীফ (sahih muslim bangla)
৩) আবু দাউদ
৪) জামে আত-তিরমিযী
৫)সুনান ইবনে মাজাহ
৬)সুনানে নাসাঈ

এই ছয় টি হাদীসের গ্রন্থ কে একত্রে সিহাহ সিত্তাহ ও বলা হয়।

বুখারী শরীফ সম্পূর্ন খন্ড ~ Sahih bukhari sharif oyununu PC'de oyna. Başlamak çok kolay.

  • BlueStacks'i PC'nize İndirin ve Yükleyin

  • Play Store'a erişmek için Google girişi yapın ya da daha sonraya bırakın.

  • Sağ üst köşeye বুখারী শরীফ সম্পূর্ন খন্ড ~ Sahih bukhari sharif yazarak arayın.

  • বুখারী শরীফ সম্পূর্ন খন্ড ~ Sahih bukhari sharif uygulamasını arama sonuçlarından indirmek için tıklayın.

  • (iEğer Adım 2'yi atladıysanız) বুখারী শরীফ সম্পূর্ন খন্ড ~ Sahih bukhari sharif uygulamasını yüklemek için Google'a giriş yapın.

  • Oynatmaya başlatmak için ekrandaki বুখারী শরীফ সম্পূর্ন খন্ড ~ Sahih bukhari sharif ikonuna tıklayın.

Videoyu İzle